শিরোনাম
দেশজুড়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ১৪:১৬
দেশজুড়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশজুড়ে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। ঢাকাসহ অন্যান্য জেলা থেকে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা না পাওয়ার সংবাদ আসছে। শুক্রবার (১৫ অক্টোবর) ভোর থেকে গ্রাহকরা এই জটিলতায় পড়েছেন। এদিকে, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সমস্যা সমাধানে কাজ চলছে।


বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কুমিল্লাসহ আশপাশের এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পরে ঢকা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুরসহ আরো কয়েকটি জায়গার গ্রাহকরা থ্রি জি ও ফোর জি ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে অসুবিধায় পড়েন।


এ বিষয়ে, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিলো যেটা এড়ানো যায়নি। সমস্যাটি বেশিক্ষণ থাকবে না, সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।


হামিদুল হক নামে একজন গ্রাহক বলেন, সকালে ঘুম থেকে উঠে মোবাইলের ডাটা অন করলেও কোনো সংযোগ পাচ্ছি না। কোনো সিমেই নেট কানেকশন পাচ্ছে না।


জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করা কয়েকজন সংবাদকর্মী জানান, প্রেস ক্লাবের সামনে সকাল থেকে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি হচ্ছে। সেগুলোর সংবাদ ও ছবি সংগ্রহ করে অফিসে পাঠাতে পারছেন না তারা।


বিবার্তা/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com