শিরোনাম
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৭, ০৯:১৬
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।

 

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ। 

 

সূত্রমতে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন আজ ভোরে তিনি মারা যান।

 

দেশের ১৬তম প্রধান বিচারপতি এমএম রুহুল আমিন ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৮ সালের ১ জুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বগ্রহণ করে ২০০৯ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত এ পদে ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com