শিরোনাম
অধিদফতরের তালিকায় সাড়ে তিন হাজার মাদক কারবারি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৭
অধিদফতরের তালিকায় সাড়ে তিন হাজার মাদক কারবারি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে অবস্থানরত সাড়ে তিন হাজার মাদক কারবারির তালিকা তৈরি করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।


শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা বিভাগের প্রধান ও অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।


তিনি বলেন, ঢাকায় মাদক কারবারের সাথে জড়িত এই সাড়ে তিন হাজার কারবারিকে আইনের আওতায় নিয়ে আসা হবে।


তালিকাভুক্ত এই মাদক কারবারিরা কেউ সরাসরি এসব কাজের সাথে জড়িত, কেউ পৃষ্ঠপোষক, আবার কেউ বিনিয়োগকারী।


তিনি আরো বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর আগেও মাদক কারবারীদের তালিকা তৈরি করেছিলো। দুই মাস আগে পূর্বের তালিকা হালনাগাদ করা হয়েছে।


সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভিন্ন অভিযান পরিচালনার জন্য লোকবল ও লজিস্টিক সার্পোট কিছুটা বেড়েছে। আমরা ঢাকা বিভাগের মাদক কারবারিদের গ্রেফতারে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি।


বিবার্তা /খলিল/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com