শিরোনাম
রাষ্ট্রপতির কাছে ন্যাপের ১১ দফা প্রস্তাব
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৭, ০২:৩৪
রাষ্ট্রপতির কাছে ন্যাপের ১১ দফা প্রস্তাব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে ১১ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।


সোমবার বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ ন্যাপ সংলাপে অংশগ্রহণ করে।


দলের চেয়ারম্যান জেবেল রহমান গানির নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দলে সংলাপে অংশ নেন। অন্য সদস্যরা হলেন-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য আলহাজ গোলাম সারওয়ার খান, সাদ্দাম হোসেন, ব্যারিস্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান মনির এনায়েত মল্লিক, মো. ফারহানুল হক, যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, মো. নুরুল আমান চৌধুরী, সম্পাদক মো. শহীদুননবী ডাবলু ও মো. কামাল ভূঁইয়া।


সংলাপে রাষ্ট্রপতির কাছে দলটি ১১ দফা প্রস্তাব ও ৫ দফা সুপারিশ উপস্থাপন করে।


বিবার্তা/সোহেল/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com