শিরোনাম
লক্ষ্মীপুরের ২ আশ্রয়কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১১:১৮
লক্ষ্মীপুরের ২ আশ্রয়কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দুটি আশ্রয়কেন্দ্র কাম স্কুল ভবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্মীপুর জেলার সবচেয়ে ঝুকিঁপূর্ণ উপকূলীয় উপজেলা রামগতিতে এই দুটি আশ্রয়কেন্দ্র অবস্থিত।


আগামী ১৩ অক্টোবর দুর্যোগ প্রশমন দিবসে রামগতির এই দুটি আশ্রয়কেন্দ্র উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজাদ নগরে মালেক মোল্লা উচ্চ বিদ্যালয় ও চর রমিজ ইউনিয়নে আজাদ মেমোরিয়াল হাইস্কুলের আশ্রয়কেন্দ্র উদ্বোধন করবেন।


তথ্যের সত্যতা নিশ্চিত করে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সফি কামাল জানান, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আজ মঙ্গলবার সকালে চিঠি দিয়ে জানানো হয়েছে আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী এই দুটি আশ্রয়কেন্দ্র উদ্বোধন করবেন। এই দুটি আশ্রয়কেন্দ্র কাম স্কুলে দুর্যোগের সময় ৫০০ করে এক হাজার লোক আশ্রয় নিতে পারবেন বলেও জানান তিনি।


বিবার্তা/জুনায়েদ/জেমি/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com