শিরোনাম
বেলা ১১টায় শুরু আখেরি মোনাজাত
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ০২:২৭
বেলা ১১টায় শুরু আখেরি মোনাজাত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আজ রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। বেলা ১১টায় আখেরি মোনাজাত শুরু হবে। মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা মোহাম্মদ সাদ।


শনিবার ইজতেমা ময়দানের পাশে জেলা পুলিশের কন্ট্রোল রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।


তিনি বলেন, আখেরি মোনাজাত উপলক্ষে রবিবার ভোররাত ৩টা থেকে মোনাজাত শেষ হওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট থেকে জয়দবেপুর চৌরাস্তা, গাজীপুর সদরের মীরের বাজার থেকে টঙ্গী, আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর থেকে বাইপাস সড়ক পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে।


উল্লেখ্য, মুসলিম উম্মার শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ উপলক্ষে ২১টি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সকল আন্ত:নগর এক্সপ্রেস ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে। সড়ক পথে যাত্রীদের আনা নেয়ার জন্য বাড়তি বাসের ব্যবস্থা করেছে বিআরটিসি।


বিবার্তা/সোহেল/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com