শিরোনাম
গুলশান হামলার পরিকল্পনাকারী ‘রাজীব গান্ধী’ গ্রেফতার
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৭, ১১:১৯
গুলশান হামলার পরিকল্পনাকারী ‘রাজীব গান্ধী’ গ্রেফতার
ইনসেটে ‘রাজীব গান্ধী’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত নব্য জেএমবি’র নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান।

 

শনিবার দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

এর আগে পুলিশ জানিয়েছিল, গতবছর গুলশান ও শোলাকিয়ায় চালানো হামলায় ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা রেখেছিলেন রাজীব গান্ধী।  

 

উল্লেখ্য, গত বছর ১ জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ছয় জঙ্গি ও দুই পুলিশসহ ২৮ জন প্রাণ হারায়। তাদের মধ্যে ১৭ জনই বিদেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক কয়েকটি অভিযানে ওই হামলায় জড়িত জঙ্গি নেতা তামিম চৌধুরী, জাহিদুল ইসলাম ও তানভীর কাদেরি নিহত হন।  

 

বিবার্তা/আছিয়া/নিশি 

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com