শিরোনাম
জঙ্গিদের মাথা ভেঙ্গে দিয়েছি: আইজিপি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৭, ২১:৫৫
জঙ্গিদের মাথা ভেঙ্গে দিয়েছি: আইজিপি
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গি দমনে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। ফলে বিদেশী যারা আমাদের দেশ থেকে চলে গিয়েছিল। তারা এখন আসতে শুরু করেছে। ’


তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ কখনও মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। যারা উঠেছিল তাদের মাথা আমরা ভেঙ্গে দিয়েছি।


শুক্রবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার লার্কাতা গ্রামে ‘লার্কাতা ফাউন্ডেশনের’ উদ্দ্যোগে আয়োজিত গ্রাম দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।


শহীদুল হক বলেন, জঙ্গি দমনে বাংলাদেশের পুলিশ এখন বিশ্বে মডেল। পুলিশ এ পযর্ন্ত ছয়টি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে সফল ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। হলি আর্টিজানের হামলার পর যে বিদেশীরা ফিরে গিয়েছিল, তারা এখন আসতে শুরু করেছে। জঙ্গি দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স দেখাতে বলেছেন। পুলিশ সেভাবেই কাজ করে যাচ্ছে।


লার্কাতা ফাউন্ডেশনের সভাপতি মঞ্জুরুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন লাকার্তা ফাউন্ডেশনের সাংগঠনিক পরিচালক আবেদুর রহমান।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল আমীন বেপারী, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, ব্যবসায়ী শামছুর রহমান।


উল্লেখ্য, গ্রাম দিবস উপলক্ষে লাকার্তা ফান্ডেশন থেকে ওই গ্রামের ১০টি পরিবারকে ১০টি বসতঘর ও ১০টি পরিবারকে ১০টি গাভী প্রদান করা হয়েছে। এছাড়া গ্রামের ৬০০ মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com