শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে পুরান ঢাকায় অভিযান, জরিমানা
প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ২০:৫৩
ডেঙ্গু প্রতিরোধে পুরান ঢাকায় অভিযান, জরিমানা
বিবার্তা প্রতিবেদেক
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধ করতে অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা। তারা রবিবার (১ আগস্ট) পুরান ঢাকার ২৫ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। এ সময় দুটি পরিবারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


বিবার্তাকে এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মোয়াজ্জেম হোসেন। তিনি জানান, রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোট ৩০টি বাসা পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে দুটি বাসায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এর আগে গত বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গুবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এছাড়া মশার প্রজননস্থল সম্পর্কে জনগণকে সচেতন করতে ওয়ার্ডে-ওয়ার্ডে মাইকিং করা হয়েছে। মসজিদে-মসজিদে ইমামরা জনসচেতনতা সৃষ্টি ও মশার লার্ভা ধ্বংসে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন বলে জানান মোজ্জামেল হোসেন।


​বিবার্তা/খলিল/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com