শিরোনাম
পিএসসির পরীক্ষা দিতে টিকা নেয়ার পরামর্শ
প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৬:৪৫
পিএসসির পরীক্ষা দিতে টিকা নেয়ার পরামর্শ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞাপিত যেকোনো পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে করোনাভাইরাসের টিকা গ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। এ ছাড়া পরীক্ষার সময় টিকা গ্রহণের সার্টিফিকেট /প্রমাণপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।


বুধবার (২৮ জুলাই) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।


এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, আমরা পরীক্ষার্থীদের টিকা নিতে বাধ্য করছি না। তবে নিরাপত্তার স্বার্থে টিকা নিতে উৎসাহিত করার জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে।


পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুন্ন রাখার স্বার্থে পিএসসি কর্তৃক বিজ্ঞাপিত যেকোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পরীক্ষার্থীদের করোনা টিকা গ্রহণ নিশ্চিতের পরামর্শ দেয়া হলো।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষার্থীদের নিজ উদ্যোগে করোনা টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। এ ছাড়া টিকা গ্রহণের সনদ অথবা প্রমাণপত্র পরীক্ষার্থীদের সঙ্গে রাখার পরামর্শ দেয়া হলো। পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে সবাইকে অনুরোধ করা হলো।


বিবার্তা/রাসেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com