শিরোনাম
করোনা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক দুপুরে
প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১০:৩৩
করোনা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক দুপুরে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে বৈঠক বসতে যাচ্ছে আজ মঙ্গলবার দুপুরে। সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।


সোমবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।


এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, হাসপাতালের সিট বাড়িয়ে আর বেশি ডাক্তার নিয়োগ করে করোনা নিয়ন্ত্রণ করা যাবে না। ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে ও জার্মানির অনেক কিছু আছে। তা সত্ত্বেও জার্মানির মতো দেশ করোনা মোকাবিলায় অসহায় হয়ে পড়েছিল। ভারতও হিমশিম খাচ্ছে।


করোনা থেকে মুক্ত থাকতে সবাইকে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব মানতে হবে। তা না হলে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com