শিরোনাম
দেশে আরো ৩ নতুন উপজেলা হচ্ছে
প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৭:০৬
দেশে আরো ৩ নতুন উপজেলা হচ্ছে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশে আরো তিনটি নতুন উপজেলা হচ্ছে।এ নিয়ে দেশে মোট উপজেলা হচ্ছে ৪৯৫টি।এ ছাড়া একটি উপজেলার নাম পরিবর্তন করা হয়েছে।


নতুন উপজেলাগুলো হলো কক্সবাজারের ঈদগাও থানা, মাদারীপুরের ডাসার থানা এবং সুনামগঞ্জের মধ্যনগর থানা।এ ছাড়া সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ করা হয়েছে।


সোমবার (২৬ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে করে নিকার ও মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।


তিনি বলেন, ঈদগাঁও, ডাসার এবং মধ্যনগর আগে থানা ছিল। উপজেলা হওয়ার জন‌্য যেসব ক্রাইটেরিয়া আছে, সেগুলো পুরোপুরি পূরণ করে না এসব থানা। কিন্তু এ তিনটিই রিমোট (দুর্গম) এরিয়া। এজন্য নিকার অনুমোদন করেছে। একই সঙ্গে নিকার নির্দেশনা দিয়েছে, এর পর থেকে ক্রাইটেরিয়া ফুলফিল না করলে, যাতে এমন প্রস্তাব না আনা হয়।



বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com