শিরোনাম
১৮ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ উত্তর সিটিতে
প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ২১:৪০
১৮ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ উত্তর সিটিতে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঈদের আগের দিন থেকে চার দিনে মোট ১৮ হাজার ১৬৮ টন পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের তৃতীয় দিন পর্যন্ত চলা বিশেষ এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহৃত যানবাহন মোট ৩ হাজার ৫৩৭টি ট্রিপে এসব বর্জ্য অপসারণ করে।


রবিবার (২৫ জুলাই) ডিএনসিসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।


সিটি করপোরেশনের তথ্যানুযায়ী, গত বছরের ঈদুল আজহার তুলনায় এবার সাত হাজার টনেরও বেশি বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়েছে। ২০২০ সালে ২ হাজার ৮০৮টি ট্রিপে মোট ১১ হাজার ৯৩৬ টন বর্জ্য অপসারণ করেছিলো ডিএনসিসি।


উল্লেখ্য,চলতি বছর ঈদের আগের দিন ৫৯০ ট্রিপে তিন হাজার ৪৮৭ টন বর্জ্য অপসারণ করে ডিএনসিসি। ঈদুল আজহার দিন সর্বোচ্চ এক হাজার ২০২টি ট্রিপে পাঁচ হাজার ৬৬৪ টন বর্জ্য অপসারণ করা হয়। ঈদুল আজহার দ্বিতীয় দিন এক হাজার ১৩২টি ট্রিপে সর্বাধিক পাঁচ হাজার ৭২৮ টন বর্জ্য অপসারণ করা হয়। তৃতীয় দিনে ৬১৩টি ট্রিপে তিন হাজার ২৯৯ টন বর্জ্য অপসারণ করা হয়। সবমিলিয়ে চার দিনে তিন হাজার ৫৩৭টি ট্রিপে মোট ১৮ হাজার ১৬৮টন বর্জ্য সংগ্রহ ও অপসারণ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com