শিরোনাম
২৫০টি মোবাইল ভেন্টিলেটর আসছে রাতে
প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ১৬:৩১
২৫০টি মোবাইল ভেন্টিলেটর আসছে রাতে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোভিড ১৯ রোগীদের চিকিৎসা দিতে ২৫০টি মোবাইল ভেন্টিলেটর মেশিন উপহার হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক দল চিকিৎসক। শনিবার রাতে এগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।


শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।


রাত আনুমানিক সাড়ে ৮টায় মোবাইল ভেন্টিলেটর মেশিন বহনকারী বিমানটি পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ উপস্থিত থেকে এগুলো গ্রহণের কথা রয়েছে।


ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসকদের পাঠানো মোবাইল ভেন্টিলেটর মেশিনগুলো রাত সাড়ে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তবে কতগুলো ভেন্টিলেটর মেশিন আসছে সে ব্যাপারে তিনি নিশ্চিতভাবে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।


তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বিমানবন্দরে উপস্থিত থেকে এগুলো গ্রহণের কথা রয়েছে বলে জেনেছেন তিনি।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক জিয়াউদ্দিন আহমেদ সাদেকের নেতৃত্বে এ চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে। এই দলে আরও রয়েছে ডাক্তার মাসুদুল হাসান, ডাক্তার আরিফুর রহমান, ডাক্তার চৌধুরী হাফিজ আহসান ও মাহমুদুস শামস চৌধুরী।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com