শিরোনাম
রাজধানীতে বিধিনিষেধ অমান্য, গ্রেফতার ৪০৩
প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১৮:৫৮
রাজধানীতে বিধিনিষেধ অমান্য, গ্রেফতার ৪০৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের সংক্রমণরোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে প্রথমদিনে সরকারি নির্দেশনা অমান্য করায় রাজধানীতে ৪০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ২০৩ জনের কাছ থেকে এক লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা আদায় করা হয়।এছাড়া ট্রাফিক বিভাগের অভিযানে ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।


শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়।


এছাড়াও মিরপুর-২, ১০, ১১, ১২ ও ১৪ নম্বরের বিভিন্ন এলাকা ও বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।সব গাড়ি চেকপোস্টে থামানো হচ্ছে।চেকপোস্ট ট্রাফিক পুলিশের সদস্যরা জানতে চাইছেন- কেন বের হয়েছেন, কোথায় যাবেন? সুনির্দিষ্ট কারণ ও প্রমাণ দিতে না পারলে তাদের বাসায় পাঠানো হয়।


কাফরুল থানার এসআই আব্দুল জলিল বলেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মানুষ ঘরের বাইরে কম আসছেন।কিছু মানুষ অপ্রয়োজনে ঘরের বাইরে আসছেন।সরকারি আদেশ অমান্য করায় মামলা ও জরিমানা আদায় করা হয়।


বিবার্তা/খলিল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com