শিরোনাম
লিফটে আটকা স্বাস্থ্যমন্ত্রী, দরজা ভেঙে উদ্ধার
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৮:২৫
লিফটে আটকা স্বাস্থ্যমন্ত্রী, দরজা ভেঙে উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সচিবালয় ভবনের লিফটে আটকা পড়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে উদ্ধার করেন।


সোমবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। লিফটের ভেতরে প্রায় আধা ঘণ্টা আটকা ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।


ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খন্দকার আব্দুল জলিল জানান, মন্ত্রীর লিফটে আটকা পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে তারা আসেন। তৃতীয় তলায় লিফটের গেইট ভেঙে তারা মন্ত্রীকে বের করেন। মন্ত্রীর সঙ্গে লিফটম্যানসহ মোট সাতজন আটকা পড়েছিলেন। বৈদ্যুতিক গোলযোগের জন্য লিফট আটকে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।


প্রতক্ষদর্শী এক কর্মকর্তা জানান, বিকেল ৪টার আগে সচিবালয়ের নিজের দফতর থেকে বের হয়ে লিফটে ওঠেন নাসিম। চারতলা থেকে তিন তলা পর্যন্ত নামতেই লিফট আটকে যায়। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা চেষ্টা করেও মন্ত্রীকে বের করতে পারেননি। পরে সচিবালয়ে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন। তাদের সঙ্গে পরে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে আসা অন্যরাও যোগ দেন।


বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com