শিরোনাম
আগ্রহ-প্রকাশের ভিত্তিতে ডাক পাবে বাকি দলগুলো
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৭, ২৩:০৪
আগ্রহ-প্রকাশের ভিত্তিতে ডাক পাবে বাকি দলগুলো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইতোমধ্যে ২২টি রাজনৈতিক দলের সঙ্গে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে সংলাপ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ইসিতে নিবন্ধিত ৪১টি দলের মধ্যে বাকি সব দলকে না ডাকলেও কোনো দল আগ্রহ প্রকাশ করলে, তা বিবেচনায় নেবে বঙ্গভবন।


রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহ থেকে সংলাপের দিনক্ষণ নির্দিষ্ট করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসি সচিব জয়নাল আবেদীন। তিনি বলেন, কোনো দল আগ্রহ দেখালেই রাষ্ট্রপতি বিবেচনা করবেন। এটি আগামী সপ্তাহ নাগাদ শুরু হতে পারে।


গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়। তৃতীয়পর্বে ক্ষমতাসীন আওয়ামী লীগ বুধবার সন্ধ্যায় বৈঠক করে। নতুন করে এখনও কোনো দলকে চিঠি দেয়নি বঙ্গভবন। এর আগে তিন দফায় প্রতিটি দলকে চিঠি দিয়ে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল।


রাষ্ট্রপতির আমন্ত্রণে সংলাপে অংশ নেয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি, এলডিপি, বিকল্পধারা, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, ওয়ার্কার্স পার্টি, বিএনএফ, ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (মঞ্জু), তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি (বিজেপি), সিপিবি, বাসদ, জাসদ ইনু, জাসদ আম্বিয়া, গণতন্ত্রী পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, সাম্যবাদী দল।


তবে নিবন্ধন স্থগিত থাকা জামায়াতে ইসলামী রাষ্ট্রপতির কাছে আবেদন করলেও সাড়া পায়নি। বঙ্গভবন আনুষ্ঠানিকভাবে চিঠি পেলেও কোনো উত্তর দেয়নি দলটিকে।


এছাড়া আলোচনার ডাক পায়নি এই দলগুলোর মধ্যে রয়েছে, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, প্রগতিশীল গণতান্ত্রিক দল, গণফ্রন্ট, জমিয়তে উলামায়ে ইসলাম, এনপিপি, বাংলাদেশ মুসলিম লীগ, জাকের পার্টি।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com