শিরোনাম
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৮:২০
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ।


সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।


তিনি জানান, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আটটি মন্ত্রিসভা বৈঠকে ৫৬টি সিদ্ধান্ত হয়। এর মধ্যে ৩৬টি বাস্তবায়িত হয়েছে, বাস্তবায়নের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। গত বছরের এই সময়ে ১১টি মন্ত্রিসভার বৈঠকে ৭৮টি সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে ৪৫টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, বাস্তবায়নের হার ছিল ৫৭ দশমিক ৫৯ শতাংশ।


মন্ত্রিপরিষদ সচিব জানান, গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪২ দশমিক ৩১ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়নাধীন থাকলেও, চলতি বছর একই সময়ে তার পরিমাণ ৩৫ দশমিক ৭১ শতাংশ।


তিনি আরো জানান, এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই এবং ১০টি আইন সংসদে পাস হয়েছে। গত বছরের এই সময়ে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হলেও সংসদে পাস হয় আটটি আইন।


বিবার্তা/রাসেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com