শিরোনাম
লেবানন থেকে দেশে ফিরছেন আরো ৪২২ বাংলাদেশী
প্রকাশ : ১৮ জুন ২০২১, ০৮:৪৩
লেবানন থেকে দেশে ফিরছেন আরো ৪২২ বাংলাদেশী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেবানন থেকে দূতাবাসের সহায়তায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরছের আরও ৪২২ অবৈধ বাংলাদেশী।


শুক্রবার (১৮ জুন) বিকেলে বিশেষ ফ্লাইটটি ৪২২ বাংলাদেশীকে নিয়ে দেশটির শহীদ রফিক হারিরি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।


এর আগে বৃহস্পতিবার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে সবার হাতে বিমান টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এ সময় রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ও শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


টিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশীরা জেল জরিমানা ছাড়া স্বল্প সময়ে নিজ দেশে ফিরতে পেরে রাষ্ট্রদূতসহ দূতাবাসের সব কর্মকর্তাদের ধন্যবাদ জানান।


বিমান টিকিট নিতে আসা বাংলাদেশীরা বলেন, একমাত্র ডলার সঙ্কটের কবলে পড়ে আমরা দেশে ফিরে যাচ্ছি। বর্তমান সময়ে বিমান টিকিটের ৪০০ ডলার যোগাড় করতে অনেক কষ্ট করতে হয়েছে।


দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ বিমানের ১৬টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৬ হাজার বাংলাদেশি নিজ দেশে ফেরত যেতে সক্ষম হয়েছেন।


করোনায় দীর্ঘ মেয়াদী লকডাউন, রাজনৈতিক অস্থিরতা ও ডলারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে দেশটিতে প্রবাসী বাংলাদেশীরা চরম আর্থিক সঙ্কটে মানবেতর জীবনযাপন করছেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com