শিরোনাম
এবার বাংলাদেশিদের থাইল্যান্ড প্রবেশে নিষেধাজ্ঞা
প্রকাশ : ১০ মে ২০২১, ২২:৩১
এবার বাংলাদেশিদের থাইল্যান্ড প্রবেশে নিষেধাজ্ঞা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংযুক্ত আরব আমিরাতের পর এবার করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ তিনটি দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে থাইল্যান্ড। বাকি দেশ দুটি হচ্ছে পাকিস্তান ও নেপাল। থাইল্যান্ডে করোনার ভারতীয় ধরন শনাক্তের পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর আগে ১ মে ভারত থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দেয় থাই কর্তৃপক্ষ। খবর ব্যাংকক পোস্টের।


সোমবার (১০ মে) থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাংরেত বলেন, থাইল্যান্ডের নাগরিক ছাড়া বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের থাই দূতাবাস থেকে নতুন কোনো ভিসা অনুমোদন দেয়া এখন থেকে স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত এ স্থগিতাদেশ থাকবে।


এদিকে ​সংযুক্ত আরব আমিরাতের জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার যাত্রীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।সংস্থাটির ওয়েবসাইটে দেয়া ঘোষণায় এই নিষেধাজ্ঞা কতদিনের জন্য তা বলা হয়নি।


এর আগে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com