শিরোনাম
বিএসএমএমইউয়ে ৬ অনুষদে নতুন ডিন ও প্রক্টর নিয়োগ
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২১, ২২:৪৮
বিএসএমএমইউয়ে ৬ অনুষদে নতুন ডিন ও প্রক্টর নিয়োগ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ছয়টি অনুষদে নতুন ডিন ও বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি ও গতিশীল করা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সামগ্রিক কর্মকান্ডের মানউন্নয়নের লক্ষ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ সম্প্রতি এই নিয়োগ দেন।


নিয়োগপ্রাপ্তরা হলেন, মেডিসিন অনুষদে হেমাটোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মাসুদা বেগম, সার্জারি অনুষদে জেনারেল সার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, ডেন্টাল অনুষদে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিক্স বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল, শিশু অনুষদে শিশু নিউরোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. শাহীন আকতার, নার্সিং অনুষদে নিউরোসার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন এবং মেডিকেল টেকনোলজি অনুষদে এ্যানেসথেসিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. দেবব্রত বনিক।


এদিকে, প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইউরোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মো: হাবিবুর রহমান (দুলাল)। পরিচালক (পরিদর্শন) পদে নিয়োগ পেয়েছেন জেনারেল সার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আলম। হল প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন কার্ডিওলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. এস.এম. মোস্তফা জামান। অতিরিক্ত রেজিস্ট্রার-১ হিসেবে নিয়োগ পেয়েছেন ডা.স্বপন কুমার তপাদার ও অতিরিক্ত রেজিস্ট্রার-২ হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-রেজিস্ট্রার শিক্ষা মুহাম্মদ সালাহ্ উদ্দিন সিদ্দিক। উপ-রেজিস্ট্রার (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: রসুল আমিন। উপাচার্যের পিএস-১ ও ২ পদে নিয়োগ পেয়েছেন যথাক্রমে জেনারেল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: রাসেল ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী। পিএস টু প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সেকশন অফিসার মহম্মদ উল্লাহ।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com