শিরোনাম
চিত্রশিল্পী এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ০৯:৩৮
চিত্রশিল্পী এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী আজ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজ ১০ অক্টোবর, কিংবদন্তী ও বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শেখ মহম্মদ (এসএম)সুলতানের ২২তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৪ সালের এ দিনে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে নিজ বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত আছেন এ গুণী শিল্পী।


মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন, সুলতান ফাউন্ডেশন, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, মাজার জিয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


১৯২৪ সালের ১০ আগস্ট অসংখ্য দুর্লভ চিত্রকর্মের কারিগর, মানবপ্রেমিক শিল্পী এসএম সুলতান যশোর জেলার নড়াইল মহকুমার (বর্তমানে জেলা) মাছিমদিয়ায় এক সাধারণ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। শিল্পী তার রং-তুলিতে দেশপ্রেম ও সাধারণ মানুষের জীবনচিত্র তুলে ধরেছেন। প্রকৃতি, জীবজন্তু ও শিশুদের প্রতি ছিল তার প্রগাঢ় ভালোবাসা।


তার ছবির প্রধান বিষয় ছিল গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ, কিষান-কিষানী, জেলে-জেলেনি, মাঠ-ঘাট, কর্মচঞ্চল জনপদ, শস্যের জন্য নির্মিতব্য উর্বরা ভূমি ও কর্ষণযন্ত্রাদী, সুগঠিত নারী ও জলাভূমিতে সচল জীবন প্রবাহ। আবহমান বাংলার সেই ইতিহাস-ঐতিহ্য, দ্রোহ-প্রতিবাদ, বিপ্লব-সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার ইতিহাস।


তার স্মৃতি রক্ষায় নড়াইলে শিল্পী এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা নির্মাণ করা হয়েছে।


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com