শিরোনাম
দেশে ভোটার ১১ কোটি ১৭ লাখ
প্রকাশ : ০২ মার্চ ২০২১, ১৭:০৫
দেশে ভোটার ১১ কোটি ১৭ লাখ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশে বর্তমান ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার পাঁচজন ও নারী ভোটার পাঁচ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন এবং তৃতীয় লিঙ্গের ৪৪১ জন।


মঙ্গলবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসে হালনাগাদ ভোটার তালিকার এ তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান।


তিনি বলেন, এবার হালনাগাদ ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন ভোটার যুক্ত হয়েছেন তালিকায়। আর বিদ্যমান তালিকা থেকে মৃত্যুজনিত কারণে বাদ পড়েছেন ১৬ হাজার ৪৯৯ জন।


১৭ জানুয়ারি হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করা হয়। দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। হালনাগাদের খসড়া তালিকায় ছিল ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন নতুন ভোটার। তাদের মধ্যে ৯ লাখ এক হাজার ৯৮৩ পুরুষ; পাঁচ লাখ ৬৩ হাজার ৪৮ নারী এবং ১৫ জন তৃতীয় লিঙ্গের।তালিকায় রিভাইজিং অথরিটির মাধ্যমে যুক্ত হয়েছেন ৪ চার লাখ ৫৩ হাজার ১০ জন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com