শিরোনাম
‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সবসময় আছে ওআইসি’
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৮
‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সবসময় আছে ওআইসি’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রোহিঙ্গারা আত্মমর্যাদা ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরতে পারেন, সেজন্য আন্তর্জাতিকভাবে ঐকমত্য করতে কাজ করছে বলে জানিয়েছেন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সবসময় আছে ওআইসি।’


রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমকে আলডোবেয়া এসব কথা বলেন।


ওআইসি মহাসচিব বলেন, ‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যে মামলা চলছে, ওই মামলায় রোহিঙ্গারা যেন ন্যায় বিচার পান, তার জন্য আইনি লড়াইয়ে সহযোগিতা করছে ওআইসি।’


এর আগে, ইউসেফ আলডোবেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দলটি ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ৭৬ জন রোহিঙ্গা নেতা অংশ নেন। একইদিন সকালে প্রতিনিধি দলটি হেলিকপ্টার যোগে ভাসানচরে যায়। সেখানে তারা কক্সবাজারের থেকে স্বেচ্ছায় ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেন।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com