শিরোনাম
বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৪
বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স। সভায় বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষার মর্যাদা দেয়ার দাবি জানানো হয়।


শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক।


তিনি বলেন, ৫২’র ভাষা শহীদদের প্রতি সত্যিকারের সম্মান দেখানো হয়েছে ইউনেস্কোর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার মাধ্যমে। স্বীকৃতি দানের এই পদক্ষেপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ভূমিকা ও বিচক্ষণ নেতৃত্ব প্রশংসার দাবি রাখে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানা থেকেও বাংলা ভাষা রক্ষার নেতৃত্ব দিয়েছিলেন।


তিনি আরো বলেন, ভবিষ্যতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলা ভাষা জাতিসংঘের দাফতরিক ভাষার মর্যাদা পাবে।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান।


ভাষা আন্দোলনের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শ্রমজীবী মানুষ হলো দেশের উন্নয়নের চাবিকাঠি। তাদের শ্রম ও ঘামের প্রতি সম্মান জানিয়ে শিল্প ও শ্রমিকদের রক্ষা করতে হবে।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আযম খসরু।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমাদ পলাশ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা, ট্রেড ইউনিয়নের অধিকারসহ শ্রম আইন মোতাবেক সব দাবি মানতে হবে।


সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনের অন্যান্য নেতারা।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com