শিরোনাম
দেশে ভ্যাকসিনের কোনো অভাব নেই : স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৬
দেশে ভ্যাকসিনের কোনো অভাব নেই : স্বাস্থ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চাহিদা অনুযায়ী প্রথম ডোজের ভ্যাকসিন প্রত্যেক এলাকায় সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আপনারা সবাই নিশ্চিন্তে ভ্যাকসিন নিন। দেশে ভ্যাকসিনের কোনো অভাব নেই, ভবিষ্যতেও হবে না।’


বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ডেন্টাল কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মুজিব কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।


স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, ‘কোনো কোনো কেন্দ্রে এই চাহিদা ও রেজিস্ট্রেশনের হার তুলনামূলক অনেক বেশি হয়ে গেছে। এ কারণে কিছু কেন্দ্রে ভ্যাকসিন স্বল্প সময়ের জন্য কমে গেলেও সময়মতো সেখানে চাহিদামতো পাঠিয়ে দেয়া হবে। আর, ভ্যাকসিন নিতে ইচ্ছুক যেকোনো ব্যক্তি সুরক্ষা অ‌্যাপে রেজিস্ট্রেশন করলে তিনি দুদিন আগে পরে ভ্যাকসিন অবশ্যই পাবেন।’


তিনি বলেন, ‘কোনো কেন্দ্রে রেজিস্ট্রেশন করা ব্যক্তির সংখ্যা বেশি হলে তারিখ কিছুটা পেছনে চলে গেলেও ভ্যাকসিন পেতে কোনো সমস্যা হবে না। কারণ,শুরুতেই দেশে ৭০ লাখ ভ্যাকসিন আনা হয়েছে। আবার এরই মধ্যে ২২ ফেব্রুয়ারি দেশে আরো ২৫ লাখ ভ্যাকসিন আনা হচ্ছে। এভাবে প্রতি মাসেই নিয়মিত ভ্যাকসিন আনা হবে। ফলে ভ্যাকসিনের অভাব কখনোই হবে না।’


ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ মেডিকেল অ‌্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক এম এ আজিজ।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com