শিরোনাম
ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করবে সরকার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৭:২৭
ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করবে সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকার ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।


রবিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি প্রতিমন্ত্রী।


তিনি বলেন, ভুটান থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি চূড়ান্ত হয়েছে। ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে এই বিদ্যুৎ আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।


ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি ভারত সফরে দেশটির সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ভারতের নুমালিগড়ে একটি তেল শোধনাগার কেন্দ্র রয়েছে। সেখান থেকে তেল শোধন করে বাংলাদেশের উত্তরবঙ্গ ও খুলনাসহ নিম্নাঞ্চলে সরবরাহ করা হবে।


নসরুল হামিদ জানান, তেল সরবরাহের জন্য যে পাইপলাইন দরকার তা ভারত কর্তৃপক্ষ নির্মাণ করে দেবে। এই পাইপলাইন নির্মাণের জন্য দুই দেশের মধ্যে একটি ঋণচুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে পাইপলাইনের খরচ বহন করা হতে পারে অথবা তেল আমদানির প্রিমিয়াম থেকে খরচ মেটানো হতে পারে। তবে আপাতত খরচটি ভারতই দেবে। এই পাইপলাইনের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে তেল কেনা সম্ভব হবে।


তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম থেকে রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে তেল পরিবহনে ব্যারেলপ্রতি আট ডলার খরচ পড়ে। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আনতে পারলে এই আট ডলার বেঁচে যাবে।


বিবার্তা/রাসেল/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com