শিরোনাম
পিপলস লিজিংয়ের ৪ কর্মকর্তাকে দুদকের তলব
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২১, ১৯:৪৮
পিপলস লিজিংয়ের ৪ কর্মকর্তাকে দুদকের তলব
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পিকে হালদারের ৩ হাজার ছয়’শ কোটি টাকা লোপাটের ঘটনার অনুসন্ধানে পিপলস লিজিং -এর সিইও সামী হুদাসহ চার জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১০ ডিসেম্বর) দুদকের তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধানের স্বাক্ষরিত চিঠিতে তাদের তলব করা হয়।


তলব করা অন্যান্যরা হলেন- পিপলস লিজিং’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী আহমেদ জামাল, হেড অব ক্রেডিট মাহামুদা কায়সার এবং সিএফও মানিক লাল সমাদ্দার। আগামী ১৪ জানুয়ারি তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে।


চিঠিতে উল্লেখ করা হয়, আত্মীয় স্বজনের নামে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে অর্থ আত্মসাৎ করেন পি কে হালদার। এছাড়া কোম্পানির স্থাবর সম্পদও বিক্রি করেন তিনি। অনুসন্ধানের স্বার্থে তথ্য উদঘাটনের জন্য পিপলস লিজিং’র এই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com