শিরোনাম
৪৩তম বিসিএসে আবেদনের সময় বাড়ছে
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২১, ১৮:২২
৪৩তম বিসিএসে আবেদনের সময় বাড়ছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৪৩তম বিসিএসে আবেদনের সময় বাড়ানো হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের সুযোগ দিতে এটা করা হচ্ছে।


শিক্ষার্থী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। তবে কতদিন বাড়বে তা এখনো চূড়ান্ত হয়নি।


শনিবার (৯ জানুয়ারি) পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ৪৩তম বিসিএসের আবেদন করার সময় নির্ধারিত রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদনের সময় বাড়ানো হবে।


এর আগে গত ৮ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্নাতক শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা অ্যাপেয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএসে আবেদন করার সুযোগ পাবে। সেজন্য পিএসসির কাছে আবেদন করা হয়েছে। তবে শেষ বর্ষের সব বিষয়ের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী বিসিএসে আবেদন করতে পারবেন না বলে ওই সময় পিএসসি জানিয়েছিল।


গত ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এবারের বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com