
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান।
শনিবার (৫ ডিসেম্বর) সংগঠনটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেন, ভাস্কর্য ভাঙচুর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, দেশে চলমান ভাস্কর্য বিরোধী চক্রান্তেরই অংশ। এই ঘটনাকে হালকাভাবে দেখার কোনো অবকাশ নেই। অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত ও ইন্ধনদাতাদের আইনের আওতায় আনতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, মুজিব বর্ষের এই মুহূর্তে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে আঘাতের শামিল। এই অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে মুক্তিযোদ্ধার সন্তানরা দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তুলবে ।
বিবার্তা/আদনান/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]