শিরোনাম
বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২০, ১৫:৪৫
বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বায়ুদূষণে বিশ্বের সব শহরকে ফের পেছনে ফেলেছে ঢাকা। বাংলাদেশের রাজধানীর বায়ুমান আবারও চরম পর্যায়ে পৌঁছেছে। শনিবার বিশ্বের দূষিত শহরের তালিকায় সবার ওপরে রয়েছে ঢাকা। বায়ুর মান নিয়ে কাজ করা ওয়েবসাইট এয়ার ভিজুয়াল এই তথ্য জানিয়েছে।


প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, শনিবার সকাল থেকে ঢাকার বায়ুমান ছিল স্বাভাবিকের তুলনায় সাতগুণ বেশি দূষিত। বৈশ্বিক দূষিত শহরের তালিকায় ঢাকার পরে রয়েছে দিল্লি। তৃতীয় অবস্থানে আফগানিস্তানের রাজধানী কাবুল।


একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়। একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সাধারণ নগরবাসী বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।


একিউআই স্কোর ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এসময় স্বাস্থ্য সতর্কতাসহ প্রত্যেক নগরবাসীর জন্য জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। শনিবার দুপুরে ঢাকার একিউআই স্কোর ছিল ২৯৫।


জনবহুল ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। মূলত নির্মাণ কাজের নিয়ন্ত্রণহীন ধুলা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা প্রভৃতি কারণে রাজধানীতে দূষণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com