শিরোনাম
শেখ হাসিনার গাড়িবহরে হামলা, আরো ৩ জনের সাক্ষ্যগ্রহণ
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২০, ২১:৪২
শেখ হাসিনার গাড়িবহরে হামলা, আরো ৩ জনের সাক্ষ্যগ্রহণ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাতক্ষীরার আদালতে আরো তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।


মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য দেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত গাড়িচালক শেখ নজিবুল্লাহ, সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী ও দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান। এ নিয়ে এ মামলায় মোট ৩০ সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৯ ডিসেম্বর।


অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির বলেন, সেদিনের হামলার ঘটনা উল্লেখ করে সাক্ষ্য দিয়েছেন এ তিন সাক্ষী। আগামী দুই মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি হবে আশা করি। একই সঙ্গে মাহফুজা ধর্ষণের মামলাটিও পুনরুজ্জীবিত করতে নথিপত্র দেখা হয়েছে।


তিনজন সাক্ষীই বিএনপির সাবেক এমপি হাবিব ও তার সন্ত্রাসী বাহিনীর নাম উল্লেখ করেছেন। এ তথ্য জানিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির আরো বলেন, সেদিন যদি সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা করা না হতো তাহলে ধর্ষণ মামলার আসামিরা আর উৎসাহিত হত না। সেদিন যদি বিচার হতো তাহলে বাংলাদেশে ধর্ষণের মামলা শেষ হয়ে যেত।



প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ অগাস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ‘ধর্ষণের শিকার’ এক নারীকে দেখতে যান। হাসপাতাল থেকে ঢাকায় ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া বিএনপি কার্যালয়ের সামনে গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে তৎকালীন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com