শিরোনাম
প্রবাসীদের এনআইডি সেবায় ফি নেবে না ইসি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২০, ০৮:৩১
প্রবাসীদের এনআইডি সেবায় ফি নেবে না ইসি
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার নিবন্ধন সেবায় কোনো ধরনের ফি নির্ধারণ না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।


রবিবার (২৯ নভেম্বর) ৭৩তম কমিশন সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এ তথ্য জানিয়েছেন।


কমিশন সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর সাংবাদিকদের বলেন, প্রবাসীদের ভোটার করায় কোনো ফি নেয়া হবে না। বিদ্যমান আইন বিধিতে ফি নেওয়ার কোনো সুযোগ নেই।


তবে সংশোধন বা হারানোর ক্ষেত্রে বরাবরের মতো নির্ধারিত ফি দিয়ে করতে হবে বলে জানিয়েছেন সচিব।


প্রবাসীরা অনলাইনে ভোটার নিবন্ধনে জন্য ওয়েবসাইটে (লিঙ্ক) গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।


গত বছর নভেম্বরে প্রবাসীদের অনলাইন সেবা শুরু হয়। প্রবাসীদের অনলাইনে ভোটার করার কার্যক্রম হাতে নেয়ার পর পরই করোনাভাইরাস মহামারী দেখা দেয়।


প্রবাসীদের জন্য এনআইডি সেবা কার্যক্রম শুরুর পর ইতোমধ্যে চারটি দেশে প্রায় সাড়ে ৭’শটি আবেদন পেয়েছে এনআইডি উইং।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com