শিরোনাম
বন দখলকারীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশের সুপারিশ
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ১৮:১২
বন দখলকারীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশের সুপারিশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বন বিভাগের জমি দখলকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে দেয়ার সুপারিশ করা হয়েছে। প্রয়োজনে এ তালিকা ওয়েবসাইটে প্রকাশের সুপারিশ করা হয়েছে।


রবিবার (২৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।


সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটি সদস্য পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, মো. রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন ও মো. শাহীন চাকলাদার। এছাড়া, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপতরের মহাপরিচালক ও প্রধান বন সংরক্ষকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জরুরি ভিত্তিতে বন বিভাগের জমি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি বন বিভাগের সব জমির রেকর্ড ডিজিটালাইজ করার সুপারিশ করা হয়েছে।


বৈঠকে বিলুপ্তপ্রায় প্রাণী ও উদ্ভিদ রক্ষায় পদক্ষেপ নিতে এবং এর ফলাফল কমিটিকে জানাতে বলা হয়েছে।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com