শিরোনাম
ঘুষ দিয়ে প্লট বাণিজ্য করতেন গোল্ডেন মনির
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২০, ২১:১৯
ঘুষ দিয়ে প্লট বাণিজ্য করতেন গোল্ডেন মনির
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজউক কর্মকর্তাদের ঘুষ দিয়ে গোল্ডেন মনির প্লট বাণিজ্য করতেন বলে প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সকালে এক ব্রিফিং-এ এ তথ্য জানিয়েছে পুলিশ। তবে গোল্ডেন মনিরের গডফাদার কে? বা কাদের ছত্রছায়ায় তিনি অপকর্ম করতেন। এ নিয়ে তথ্য পেলেও সেটা বলতে নারাজ পুলিশ।


গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, তিন মামলার বাইরেও গোল্ডেন মনিরের বিভিন্ন অপরাধের তথ্য মিলছে। তদন্ত শেষ করে দ্রুত অভিযোগপত্র দেয়া হবে।


গোল্ডেন মনিরের বিরুদ্ধে ৩ টি মামলার তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ। তাদের দাবি, জিজ্ঞাসাবাদে একের পর এক মিলছে চাঞ্চল্যকর তথ্য। মামলার বাইরেও বিভিন্ন অপরাধের তথ্য উঠে আসছে। সেগুলো যাচাই করে তথ্য দিয়ে দুদক বা সংস্থাগুলোকে সহযোগিতা করতে চায় গোয়েন্দা পুলিশ।


ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, আমরা অতিদ্রুতই মামলাগুলোর তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করব। ওর কাছ থেকে যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা অন্য সংস্থার সাথে শেয়ার করব।


প্লট বাগিয়ে নিতে রাজউক কর্মকর্তাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন মনির। কিছু অসাধু কর্মকর্তার জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে জিজ্ঞাসাবাদে। একইসঙ্গে সোনা চোরাচালানে কাস্টমসের কেউ জড়িত আছে কিনা সেটাও তদন্তে বেরিয়ে আসবে।


তিনি আরো বলেন, ২৫-৩০ টা প্লট তার নামে/বেনামে এখনো আছে। এছাড়া অনেকগুলো প্লট সে বিক্রি করে ফেলেছে। এগুলো করতে গিয়ে সে অবৈধভাবে বিভিন্ন সংস্থার বিশেষ করে রাজউকের অনেককে তিনি ঘুষ দিয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com