শিরোনাম
‘ভূমিকম্প মোকাবেলায় জনগণকে সচেতন হতে হবে’
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৪:২৫
‘ভূমিকম্প মোকাবেলায় জনগণকে সচেতন হতে হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ভূমিকম্প মোকাবেলায় জনগণকে আরো সজাগ করতে হবে।


আাগামী ১৩ অক্টোবর অান্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৬ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় রবিবার সকালে সচিবালয়ে এক মহড়ার অায়োজন করে।মহড়া শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।


তিনি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। দুর্যোগকে সুষ্ঠু ও কার্যকর নিয়ন্ত্রণ এবং দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমানোর জন্য সঠিক প্রস্তুতি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচিবালয় প্রশাসনের প্রাণকেন্দ্র বিধায় এখানকার সকল কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকম্প থেকে উদ্ধারের পূর্ব প্রস্তুতি অাবশ্যক।


তিনি অারো বলেন, ঢাকা মহানগরীতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির অাশংকা করা হয়ে থাকে। যেহেতু ভূমিকম্পের ফলে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে চাপা পড়ে লোকজন হতাহত হয়। সেজন্য যথাযথ বিল্ডিং কোড মেনে চলে স্থাপনা নির্মাণ করলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস করা সম্ভব।


বিদ্যমান ঝুঁকিপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ রেট্রোফিটিংয়ের মাধ্যমে ভূমিকম্প সহনীয় বা টেকসই করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।


দুর্যোগমন্ত্রী বলেন, নিয়মিত বাহিনীকে সহযোগিতা প্রদানের জন্য সারাদেশে ৬২ হাজার অারবান ভলান্টিয়ার গড়ে তোলার লক্ষ্যমাত্রার ইতোমধ্যে ৩২ হাজারের অধিক ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।


এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ অাহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাসেল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com