শিরোনাম
সচিবালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মহড়া
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৪:১৩
সচিবালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মহড়া
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সচিবালয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতায়, লোকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া, আহতদের চিকিৎসা প্রদান, ভূমিকম্পের কারণে সৃষ্ট অগ্নি নির্বাপন ব্যবস্থা প্রদর্শন করা হয়।


রবিববার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আগামী ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৬ উপলক্ষে এ মহড়ার আয়োজন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল অধিদপ্তরের তত্বাবধানে মহড়ায় সার্বিক সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।


সচিবালয়ে নিজস্ব মেগা সাইরেন বাজানোর মাধ্যমে মহড়া শুরু হয়। সাইরেন শোনার পর ফায়ার সার্ভিসের একাধিক উদ্ধারকারী যানবাহন তাৎক্ষণিক সচিবালয়ে এসে উপস্থিত হয়। এ সময় বিভিন্ন তলায় অবস্থানরত লোকজনদের দ্রুত সারিবদ্ধভাবে নিচে নেমে আসতে বলা হয়।


মহড়ায় সচিবালয়ের বিভিন্ন ফ্লোরো আটকে পড়া মানুষদের ফায়ার সার্ভিসের অত্যাধুনিক উদ্ধার রাডার দিয়ে উদ্ধার করা হয়। আহতদের অস্থায়ী চিকিৎসা ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়।


এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, সচিব শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ প্রমুখ।


বিবার্তা/রাসেল/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com