শিরোনাম
জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য; মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২০, ১৫:৩২
জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য; মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিবসটির নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০। এ বছরের প্রতিপাদ্য হলো-মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।


তিনি বলেন, যুবসমাজের মেধা, শক্তি, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করে আবর্তিত হয় একটি জাতির ইতিহাস। জাতীয়ভাবে সৃষ্টি হয় অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল। যুবসমাজ দেশ ও জাতির প্রাণশক্তি। তাই যুবকদের উন্নয়নে কাজ করছে সরকার।


প্রতিমন্ত্রী বলেন, আগামী ১ নভেম্বর সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে। গণভবন থেকে অনলাইনে যোগ দিয়ে দিবসটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/আদনান/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com