শিরোনাম
আরো ২০টি নতুন মিটারগেজ কোচ দেশে
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২০, ২৩:০৮
আরো ২০টি নতুন মিটারগেজ কোচ দেশে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রেলের বহরে আধুনিক কোচ বাড়ানোর লক্ষ্যে একের পর এক নতুন কোচ আমদানি করছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে ২০০ মিটারগেজ কোচ আমদানি প্রকল্পের আওতায় নবম ও শেষ ধাপে ইন্দোনেশিয়া থেকে আরো ২০টি নতুন মিটারগেজ কোচ দেশে এসেছে।


রবিবার (২৫ অক্টোবর) প্রকল্প পরিচালক বোরহান উদ্দিন এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, ইন্দোনেশিয়া থেকে কোচবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। আজ (২৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম বন্দরে জাহাজ ভিড়বে। এরপর কোচগুলো আনলোড শুরু হবে। নতুন এই কোচগুলো বন্দর থেকে সরাসরি পাহাড়তলী রেল কারখানায় নেয়া হবে।


এর আগে আট ধাপে ১৮০টি মিটারগেজ কোচ বাংলাদেশে এসেছে। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা প্রতিটি মিটারগেজ কোচের দাম তিন কোটি তিন লাখ টাকা।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com