শিরোনাম
কোমরে জোড়া লাগানো নবজাতক ঢামেকে
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১১:৩০
কোমরে জোড়া লাগানো নবজাতক ঢামেকে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গাইবান্ধা থেকে শনিবার ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিয়ে আসা হয়েছে দুই নবজাতক মেয়েকে। তাদের চার হাত, চার পা ও দুটি মাথা। তবে তাদের কোমরে জোড়া লাগানো।


বর্তমানে তাদের ঢামেকের পুরাতন ভবনের দ্বিতীয় তলার নবজাতক ওয়ার্ডের ইনকিউবেটরে রাখা হয়েছে। শিশুদের দুজন দুই মুখেই কাঁদছে, চারটি হাত-পা নাড়াচ্ছে কিন্তু শিশু দুটির প্রস্রাব পায়খানার পথ একটি। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সার্জারি ওয়ার্ডের চিকিৎসকরাও দেখে গেছেন। পরীক্ষা-নিরীক্ষার পর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তারা।


গত ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন ইউনিয়নের শহীদা বেগম এই দুটি সন্তানের জন্ম দেন। পরে এলাকার চেয়ারম্যান ও অন্যদের পরামর্শে তাদের ঢামেকে আনা হয়। শিশু দুটির বাবার নাম মো. রাজু মিয়া।


বিবার্তা/জেমি


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com