শিরোনাম
ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত থাকবে: র‌্যাব
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:০২
ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত থাকবে: র‌্যাব
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) র‌্যাব সদর দফতরে আশিক বিল্লাহ বলেন, ক্যাসিনোবিরোধী অভিযান এখনো অব্যাহত আছে। তবে আগের মতো ক্যাসিনো বা জুয়া খেলা হয় না বললেই চলে। অনলাইনে কেউ কেউ পরিচালনা করছে। আমরা তাদের নজরদারিতে আনার চেষ্টা করছি। যেকোনো সময় অভিযান পরিচালনা করা হবে।


উল্লেখ্য, আলোচিত ক্যাসিনোবিরোধী অভিযানের এক বছর পূর্তি আজ (১৮ সেপ্টেম্বর)। ২০১৯ সালের এই দিনে শুরু হওয়া এই অভিযানের পর অনেক দুর্নীতিবাজের সাম্রাজ্যের পতন হয়। ক্যাসিনোবিরোধী ৫৪টি অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে ২১টি মামলার চার্জশিট দেয়া হলেও বাকি মামলা র‌্যাব ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।


সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, আমরা মামলাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছি। এরই অংশ হিসেবে যেকোনো সময় তদন্ত শেষ করে মামলাগুলোর চার্জশিট দেয়া হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com