শিরোনাম
বঙ্গবন্ধুকে চিঠি লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাবি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২০, ২০:৫২
বঙ্গবন্ধুকে চিঠি লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাবি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘বঙ্গবন্ধুকে চিঠি লেখা প্রতিযোগিতা’র আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। জাতির পিতার স্মরণে চতুর্থবারের মত এ আয়োজন করেছে সংগঠনটি। এ প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা বা নিজের আশা-আকাঙ্ক্ষা, প্রত্যাশা, প্রশ্ন কিংবা অভিযোগ জানিয়ে চিঠি লেখা যাবে।


ঢাবি সাংস্কৃতিক সংসদ জানিয়েছে, আয়োজনটি ছোট বড় সকলের জন্য উন্মুক্ত। যে কেউ বঙ্গবন্ধুকে নিয়ে তার অনূভুতির কথা চিঠিতে লিখে পাঠাতে পারেন ‘প্রিয় বঙ্গবন্ধু’ শিরোনামে। সিনিয়র এবং জুনিয়র দুই গ্রুপ থেকে ৫ জন করে নিয়ে মোট ১০ জন বিজয়ীদের দেয়া হবে বই এবং সনদপত্র। চিঠি পাঠানো যাবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।


সংগঠনটির সভাপতি হিল্লোল শেখর সমদ্দার বলেন, ‘পরাধীন এই জাতিকে মুক্তির আশা দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার প্রায় অর্ধ শতাব্দী পরে এসে আজ নতুন প্রজন্ম কি ভাবছে? জাতির পিতা বেঁচে থাকলে তাকে কি বলতো এই প্রজন্ম? এই নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে এবং ভাবতে উৎসাহিত করাই ‘প্রিয় বঙ্গবন্ধু’ আয়োজনের প্রধান উদ্দেশ্য।’


গ্রুপ


জুনিয়র: প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত। (যারা ২০২০ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা এই গ্রুপের অন্তর্ভুক্ত থাকবে)


সিনিয়র: উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে উন্মুক্ত।


নিয়মাবলি


• প্রতিযোগিতাটি সকলের জন্য উন্মুক্ত।


• চিঠিটি বাংলা ভাষায় লিখতে হবে।


• সর্বোচ্চ শব্দ সংখ্যা হবে ১৫০০।


• চিঠির সাথে নিজের নাম, ঠিকানা, পড়াশোনা, ফোন নম্বর উল্লেখ করতে হবে।


• জুনিয়র গ্রুপ থেকে প্রথম ৫ জন ও সিনিয়র গ্রুপ থেকে প্রথম ৫ জন করে মোট ১০ জনের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার। পুরস্কার হিসেবে থাকবে বই এবং সনদপত্র।


• নির্বাচিত চিঠিগুলো আমাদের বিভিন্ন প্রকাশনাসহ বিভিন্ন জায়গায় প্রকাশের ব্যাপারে সহযোগিতা করা হবে।


চিঠি পাঠানোর ঠিকানা


• সরাসরি [email protected] এই ই-মেইল অ্যাড্রেসে মেইল করা যাবে অথবা


• ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের ফেসবুক পেজের ইনবক্সে দেয়া যাবে।


যেকোন প্রয়োজনে: হিল্লোল শেখর সমদ্দার, সভাপতি (০১৬৮০৫১২৭২৩)


শিশির মাহমুদ মোহন, সাধারণ সম্পাদক (০১৭৭৪৫৪৬৬৪৫)


জয় দাস, দপতর সম্পাদক (০১৬৮৩৪৬৭৯৪৭)


বিবার্তা/রাসেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com