শিরোনাম
করোনায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক মৃত্যু
প্রকাশ : ০৭ আগস্ট ২০২০, ১০:৫৭
করোনায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনায় মারা গেলেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অল্টারনেটিভ মেডিসিন কেয়ার (এএমসি) পরিচালক ডা. এফ বি এম আবদুল লতিফ।


বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুর সোয়া ১২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।


আবদুল লতিফ রাজশাহী মেডিকেল কলেজের ২২তম ব্যাচের শিক্ষার্থী ও ৩৮তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার) কর্মকর্তা।


তার মৃত্যুতে স্বাস্থ্য অধিদফতরের শোকের ছায়া নেমে আসে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতর ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com