শিরোনাম
দেশে ভ্যাকসিন পরীক্ষা চালাতে চায় চীনের সিনোভ্যাক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২০, ১৪:০৮
দেশে  ভ্যাকসিন পরীক্ষা চালাতে চায় চীনের সিনোভ্যাক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চীনের বেসরকারি কোম্পানি সিনোভ্যাক তাদের ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা বাংলাদেশের কোভিড-১৯ হাসপাতালে কাজ করা স্বাস্থ্যকর্মীদের ওপর চালাতে চায়। আর এজন্য আইসিডিডিআরবির মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।


মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের কাছে আইসিইসিডিডিআরবির একটি প্রতিনিধি দল প্রস্তাবটি তুলে দেন। প্রতিনিধি দলটির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর সংবাদ ব্রিফিং এ তথ্য জানান স্বাস্থ্য সচিব।


ব্রিফিংয়ে আব্দুল মান্নান বলেন, ‘চীনের বেসরকারি কোম্পানি সিনোভ্যাক এরই মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিনের দুই দফা পরীক্ষা সম্পন্ন করেছে। তাদের তৃতীয় পরীক্ষা বাংলাদেশে কোভিড-১৯ হাসপাতালে কাজ করা স্বাস্থ্যকর্মীদের ওপর চালাতে চায়। স্বাস্থ্য অধিদফতর হয়ে আইসিডিডিআরবির মাধ্যমে আমাদের কাছে প্রস্তাব এসেছে। আমরা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো। যদি ইতিবাচক কিছু মনে হয় তবে উচ্চ পর্যায়ে আলোচনা করে আইসিডিডিআরবিকে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।


বিবার্তা/আদনান/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com