শিরোনাম
করোনা নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ০৩ আগস্ট ২০২০, ১৭:১৫
করোনা নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দিন দিন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের হার কমে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে তিনি এ তথ্য জানান।


তিনি বলেন, করোনায় মৃত্যুহার কমে যাওয়া স্বস্তিদায়ক। আমাদের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে করোনাভাইরাস আক্রান্ত বিবেচনায় মৃত্যুহার কমাতে সক্ষম হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে প্রশংসিত হচ্ছেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউরোপ-আমেরিকা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতও হিমশিম খাচ্ছে। ভারতে দিনে প্রায় ৫০ হাজার মানুষ আক্রান্তের পাশাপাশি মৃত্যুও হচ্ছে প্রচুর। কিন্তু আমাদের দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এখন ১.৩১ শতাংশ। দিনে দিনে আক্রান্তের হারও কমে যাচ্ছে। কোরবানি ঈদে আক্রান্ত সামান্য বৃদ্ধি পেলেও তা সামলে নেয়ার সক্ষমতা এখন স্বাস্থ্যখাতের রয়েছে।


তিনি বলেন, ঈদে অনেক মানুষ গ্রামের বাড়িতে গেছে এজন্য সংক্রমণ কিছুটা বাড়তে পারে। গত কয়েকদিনে আমাদের সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা কমে গেছে। মৃত্যুর হার কমে যাওয়াটা একটা সফলতা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com