শিরোনাম
দেশে করোনায় আরো ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭০৯
প্রকাশ : ১৮ জুলাই ২০২০, ১৪:৩৭
দেশে করোনায় আরো ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭০৯
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় মোট মারা গেলেন দুই হাজার ৫৮১ জন। গত ২৪ ঘণ্টায় আরো দুই হাজার ৭০৯ জনের দেহে মিলেছে এ ভাইরাস। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ দুই হাজার ৬৬ জনে।


শনিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরো ১০ হাজার ৬৩২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৯২৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৭০৯ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ দুই হাজার ৬৬ জনে।


বুলেটিনে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান ডা. নাসিমা।


বিশ্বব্যাপী করোনা শনাক্ত হয়েছে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখের বেশি। আর মৃত্যু হয়েছে প্রায় ছয় লাখ মানুষের। এ সংখ্যা এখনো প্রতিদিন বাড়ছে। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com