শিরোনাম
উত্তরায় সাহেদের ‘দ্বিতীয় অফিসে’ র‍্যাবের অভিযান
প্রকাশ : ১৫ জুলাই ২০২০, ১২:৫২
উত্তরায় সাহেদের ‘দ্বিতীয় অফিসে’ র‍্যাবের অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেফতারের পর রাজধানীর উত্তরার একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, এটা সাহেদের ‘দ্বিতীয় অফিস’।


বুধবার (১৫ জুলাই) সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৬২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে এই অভিযান শুরু হয়।


র‍্যাব কর্মকর্তারা জানান, এই ফ্ল্যাটের খবর আগে পায়নি র‌্যাব। সাহেদকে গ্রেফতারের পর তার কাছে এই ফ্ল্যাটের হদিস মেলে।


এর আগে এক সপ্তাহ ধরে পলাতক সাহেদকে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর থেকে একটি গুলিভর্তি পিস্তলসহ গ্রেফতার করা হয়।


র‍্যাব-৭ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রশিদ বলেন, পিস্তল হাতে কালো বোরকা পরিহিত অবস্থায় নৌকায় চড়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সাহেদ। পরে হেলিকপ্টারে করে সাহেদকে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি র‍্যাব সদরদফতরে আছেন।


বিতর্কিত ব্যবসায়ী সাহেদ এই সাতক্ষীরার ছেলে। গত ৬ ও ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল এবং রিজেন্ট গ্রুপের প্রধান দফতরে র‍্যাবের অভিযানের পর থেকে তিনি লাপাত্তা ছিলেন।


রিজেন্ট হাসপাতাল ও গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতারণার মামলায় এর আগে আরো ১০ জনকে আটক করা হয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com