শিরোনাম
২৬ হাজার পর্নো-জুয়ার সাইট বন্ধ করেছে সরকার
প্রকাশ : ১৩ জুলাই ২০২০, ১০:০০
২৬ হাজার পর্নো-জুয়ার সাইট বন্ধ করেছে সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘটিত অপরাধ প্রতিরোধে ২২ হাজার পর্নো সাইট ও চার হাজার জুয়ার সাইট বন্ধ করছে সরকার। রবিবার (১২ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে ঢাকায় লিগ্যাল কাউন্সিল আয়োজিত ডাটা প্রটেকশন অ্যান্ড প্রাইভেসি শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘ইন্টারনেট নিরাপদ রাখতে শক্তিশালী প্রযুক্তি আমরা অর্জন করেছি।’


মোস্তাফা জব্বার বলেন, ‘ব্যক্তিগত ডাটা, ফিন্যান্সিয়াল ডাটাসহ সব ধরনের রাষ্ট্রীয় তথ্যের নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য। সব রকমের ডাটার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডিজিটাল প্রযুক্তি যত বিকশিত হচ্ছে, ডাটা নিরাপত্তার প্রয়োজনীয়তা তত বাড়ছে। আবার ডাটা যারা চুরি করছে, তারা প্রযুক্তিগত দিক থেকে খুবই পারদর্শী। এ পরিস্থিতিতে আইনের পাশাপাশি আমাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে।


মন্ত্রী আরো বলেন, ‘ডিজিটাল অপরাধ এবং তা মোকাবিলা একেবারেই নতুন ধারণা। পরিবর্তিত পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সরকার ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছে। প্রযুক্তিগত অপরাধের বিষয়ে মানুষের মধ্যে এরই মধ্যে সচেতনতা বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এ বিষয়ে অত্যন্ত সচেষ্ট হওয়ায় অপরাধের মাত্রাও উল্লেখযোগ্য হারে কমছে। ডিজিটাল বাংলাদেশ অর্জিত হওয়ায় কারণে করোনাকালে গৃহবন্দি থেকেও মানুষ ডিজিটাল প্রযুক্তির কারণে মুক্ত জীবনের স্বাদ পাচ্ছে। প্রযুক্তির অপরাধ প্রযুক্তি দিয়ে মোকাবিলা করার সক্ষমতা অর্জনেও আমরা পিছিয়ে নেই।’


অনুষ্ঠানে বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাদির কামাল, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির এবং লিগ্যাল কাউন্সিলের কর্মকর্তারা বক্তৃতা দেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com