শিরোনাম
কাতার থেকে দেশে ফিরলেন আরো ১৫৯ বাংলাদেশী
প্রকাশ : ০৯ জুলাই ২০২০, ১১:১৭
কাতার থেকে দেশে ফিরলেন আরো ১৫৯ বাংলাদেশী
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে কাতারের রাজধানী দোহায় আটকে পড়া ১৫৯ বাংলাদেশীকে ফিরিয়ে আনল বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা।


বৃহস্পতিবার (৯ জুলাই) দোহা থেকে ১৫৯ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।


দোহায় আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস ধরে বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশী আটকে আছেন। বাংলাদেশ ও কাতার সরকারের সহযোগিতায় দোহা থেকে আজ আটকে পড়া ১৫৯ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনে ইউএস-বাংলা।


ইতোমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com