শিরোনাম
জাতীয় সংসদের মুলতবি অধিবেশন আজ
প্রকাশ : ০৮ জুলাই ২০২০, ০৯:৪৩
জাতীয় সংসদের মুলতবি অধিবেশন আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন আজ (বুধবার) বেলা ১১টায় বসবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এতে সভাপতিত্ব করবেন।


৩০ জুন ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস করার পর ৭ দিনের জন্য অধিবেশন মুলতবি রাখা হয়। আজ অধিবেশন চলার পর এর সমাপ্তি হতে পারে।


এই অধিবেশনে ভার্চুয়াল আইনসহ ২-৩টি আইন পাস হওয়ার কথা রয়েছে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১০ জুন বাজেট অধিবেশন শুরু হয়।


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১১ জুন সংসদে ৫ লাখ ৮৬ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন। ১৬ জুন থেকে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরুর কথা থাকলেও ১৫ জুন সম্পূরক বাজেট পাসের পর অধিবেশন ২৩ জুন পর্যন্ত মুলতবি করা হয়।


মন্ত্রী, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে এবার অধিবেশন সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com